টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশি সংস্থার অনুদানে নির্মিত মসজিদ নিজের দাবি করে তালা ঝুলিয়ে দিয়েছেন প্রভাবশালী আবদুস সালাম। এতে ক্ষুব্ধ হয়ে ওই মসজিদে নামাজ আদায় থেকে বিরত রয়েছে স্থানীয়রা।
অভিযুক্ত আবদুস সালাম উপজেলার লোকেরপাড়া ইউপির চরবকশিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ইউপি চেয়ারম্যান ও ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা।
অভিযোগে জানানো হয়, ২০১৫ সালে কুয়েতের একটি সংস্থার অনুদানে নির্মিত হয় চরবকশিয়া জামে মসজিদ। অভিযুক্ত আবদুস সালামের ভাই দুবাই প্রবাসী বেলাল হোসেনও মসজিদে অনেক টাকা অনুদান দেন। কিছুদিন পর বেলাল ও সালাম মসজিদটি নিজেদের দাবি করে পরিচালনা কমিটি ভেঙে দিয়ে তালা ঝুলিয়ে দেন। কাউকে কিছু না জানিয়ে ইমামকে তাড়িয়ে নতুন ইমাম রাখেন।
ওই গ্রামের বাসিন্দা হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মসজিদে তালা দিয়ে রাখা হয়েছে। এতে গ্রামের মুসুল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারছে না।
চরবকশিয়া জামে মসজিদের পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল হোসেন জানান, কমিটির অনুমতি ছাড়াই মসজিদে তালা দেয়া হয়েছে। আবদুস সালাম ও বেলাল হোসেনের পৈতৃক জমিতে মসজিদটি নির্মাণ করায় তাদের কিছু বলা যাচ্ছে না।
অভিযুক্ত আবদুস সালাম জানান, মসজিদটি সড়কের পাশে হওয়ায় চুরির সম্ভাবনা রয়েছে। তাই তালা দেয়া হয়েছে। তবে নামাজের সময় ইমাম এসে তালা খুলে দেন।
লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান শরিফ হোসেন জানান, মসজিদে তালা দেয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পারিবারিক কারণে ভাই ভাইকে মসজিদে যেতে দেয় না। এ নিয়ে ইউএনও বরাবর অভিযোগ জানানো হয়েছে।
Leave a Reply