পাবনা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় দৃষ্টি প্রতিবন্ধী আরাফাত আহমেদ রাশেদের পাশে দাঁড়ালো ফেসবুক গ্রুপ ‘স্বপ্নময় সাঁথিয়া’।
রোববার এ গ্রুপের পক্ষ থেকে তার হাতে ৫টি ছাগল ও ৩ টি হরিয়ানা প্রজাতির বাচ্চা এবং নগদ ৫ হাজার টাকা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিতি ছিলেন ইউএনও আব্দুল হালিম, সাঁথিয়া পেস ক্লাবের সভাপতি জয়নুল আবেদীন রানাসহ স্বপ্নময় সাঁথিয়া ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও সদস্যরা।
দৃষ্টি প্রতিবন্ধী আরাফাত আহমেদ রাশেদের বাড়ি সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামে। তার একটি সন্তানও দৃষ্টি প্রতিবন্ধী। প্রতিবন্ধী কোঠায় তিনি একটি চাকরির দাবি করেন।
এ গ্রুপ পেজের অ্যাডমিন ডা. আব্দুস শুকুর জানান, স্বপ্নময় সাঁথিয়ার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Leave a Reply