মেহেরপুর প্রতিনিধি:
ফাইল ছবি
মেহেরপুরে কয়েকজন পুলিশের এসআইসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন ব্যবসায়ী আব্দুল হান্নান।
রোববার মেহেরপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুজ্জামান এ মামলার শুনানি শেষে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন- এসআই মকবুল হোসেন, এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই গোপাল চন্দ্র ও এনামুল হক, কনস্টেবল পান্না শিকদার, করমদি গ্রামের আনারুল মেকার ও তার ছেলে শরিফুল, শরিফুলের স্ত্রী স্বপ্না খাতুন, একই গ্রামের মাগরেব আলী, টিপু সুলতান, সাহারুল ইসলাম ও আবেদ আলী।
মেহেরপুরের এসপি মোস্তাফিজুর রহমান (পিপিএম) বলেন, মামলার বিষয়টি শুনেছি। সুষ্ঠু তদন্ত হবে।
মামলার বাদির বিষয়ে তিনি বলেন, মাদকসহ আটকের পর হাজত বাস শেষে জামিনে মুক্তি পেয়েছে সে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে।
Leave a Reply