মজার খবর ডেস্ক :
ছবি: সংগৃহীত
দুই ক্ষুধার্ত সিংহ আগে থেকেই ওত পেতে ছিল। কেননা সামনেই এগিয়ে আসছিল একটি তরতাজা বাইসন। বাগে আনলেই দুর্দান্ত মধ্যাহ্ন ভোজ হবে! তাই ঘাপটি মেরে ছিল দুই শিকারী সিংহ।
দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনাল পার্কে এ ঘটনা এটি। দুই শিকারী সিংহ ও বাইসনের এ লড়াইয়ের ছবি ক্যামেরায় ধারণ করেছেন পার্কের প্রধান গাইড বোঙ্গা নিজুজুলা। তার প্রথম ছবিতে ওপরের লড়াই অবধি ধরা পড়েছে। এই ছবিতে দেখা যায়, আয়ত্বের মধ্যে আসতেই সম্মুখ যুদ্ধ শুরু হয়। বাইসনটি দূরন্ত বেগে ছুটে আসে দুই শিকারী সিংহের দিকে। অবস্থা বেগতিক হতে পারে ভেবে বাইসনটি লাফ দেয় প্রধান প্রতিরোধকারীর মাথার ওপর দিয়ে। বাইসনটি মাটিতে পড়তেই হামলে পড়ে দ্বিতীয় শিকারী। সে সময় যোগ দেয় অপরটিও।
তবে বাইসনটি শক্তি সঞ্চয় করে পরক্ষণেই গায়ে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। এবার দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলে।
আর দ্বিতীয় ছবিতে দেখা যায়, শিকারী দুই সিংহ তাদের থাবায় ক্রমাগত আঘাত করছে বাইসনটিকে। আর হামলা বাঁচিয়ে ক্ষিপ্রবেগে ধাবিত হচ্ছে। প্রথম তিনটি ছবিতেই প্রাণীটিকে সিংহের মাথার ওপর উড়ে যাওয়া, আর হামলা-পাল্টা হামলার দৃশ্য ধারণ করা হয়েছে।
চতুর্থ ছবিতে স্পষ্ট হয়, দুই সিংহের অস্ত্র হিংস্র দাঁত আর ধাবা, অপরদিকে বাইসনটির পায়ের লাথি। কিন্তু বাইসনটির প্রচণ্ড লাথির কাছে সিংহের অস্ত্র অসহায় হয়ে পড়ে। ফলে চূড়ান্ত পরিণতি পঞ্চম ছবিতে ধরা পড়ে। পঞ্চম ছবিতে সিংহ দুটিকে বাগে এনে বাইসনটি শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ দেয়। নিরুপায় হয়ে দুই শিকারী অন্য শিকারের সন্ধানে মনোযোগ দেয়।
Leave a Reply