ক্রীড়া ডেস্ক :
বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে বাংলাদেশ নামছে ফেভারিট হিসেবে। র্যাঙ্কিংও সে কথাই জানাচ্ছে। বাংলাদেশ আছে সাত নম্বরে, শ্রীলংকা নয়ে।
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ যেসব দলের মুখোমুখি হয়েছে তাদের মধ্যে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ শ্রীলংকা।
তবে এই বিশ্বকাপে প্রথম তিন ম্যাচ শেষে শ্রীলংকার পয়েন্ট বেশি। এক জয়, এক হার শ্রীলংকার, সঙ্গে যোগ হয়েছে পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচের এক পয়েন্ট।
তাই আজকের ম্যাচটি পরিত্যক্ত হলে পরের পাঁচটির মধ্যে চারটি ম্যাচে যে কোন উপায়ে জিততে হবে বাংলাদেশকে।
ক্রিকেট বিশ্বকাপে এবারই প্রথম সব দল নিজেদের ভেতর রাউন্ড রবিন পদ্ধতিতে খেলছে। ১০ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল।
বাংলাদেশও সেমি ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে খেলতে গিয়েছে এবারের বিশ্বকাপ। তবে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরে ব্যাকফুটে চলে এসেছে তারা।
আজ শ্রীলংকার সঙ্গে ম্যাচ না হলে আরো পিছিয়ে পড়বে বাংলাদেশ। তখন বাংলাদেশের হাতে থাকবে মাত্র ৫ ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে জিততে হবে কমপক্ষে এর ৪টিতে ।
নিউজিল্যান্ড নিজেদের ৩ ম্যাচের তিনটি জিতেছে। এছাড়া অন্যতম ফেভারিট ভারত ২ ম্যাচের দুটিই জিতেছে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ৩ ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে। ফলে এই চার দল সেমির দৌড়ে এখন অনেক এগিয়ে।
দলগুলোর শক্তিমত্তা অনুসারে নিজেদের বাকী ৬ ম্যাচের মধ্যে কমপক্ষে ৩টি সহজেই জেতার কথা। তাই ন্যুনতম হিসেবে নিলেও এই ৪ দল ৫-৬টি করে ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে।
এ অবস্থায় তাদের পিছনে ফেলতে হলে বাকী থাকা ৫ ম্যাচের ৪টি জেতা ছাড়া উপায় থাকবে না বাংলাদেশের সামনে।
আবার শুধু জিতলেই হবে না, জয় পরাজয় সমান হলে রান রেট বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টাইগারদের সামনে। তাই জয়ের সঙ্গে ব্যবধানটাও বড় রাখার চেষ্টা করতে হবে তাদের।
আজকের খেলা নিয়ে টাইগার দলপতি মাশরাফী জানান ‘এখন ছেলেরা জয়ের জন্য ক্ষুধার্ত, আমরা টানা দুটো ম্যাচ হেরেছি, ইংল্যান্ডের বিপক্ষে আমরা গতবার দুটো ম্যাচে জিতেছিলাম এবার হেরে গেছি বড় ব্যবধানে। তাই আজকের খেলাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Leave a Reply