মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান কেনা শুরু হয়েছে। বুধবার সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও আহসান উল্লাহ শরিফী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, মুক্তিযোদ্ধা হেরমত আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, খাদ্যগুদামের কর্মকর্তা এসএম মঞ্জুরুল আলম প্রমুখ।
উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা এসএম মঞ্জুরুল আলম বলেন, চাষি মুক্তিযোদ্ধা হেরমত আলীর কাছ থেকে দুই মেট্রিক টন ধান কেনার মাধ্যমে এই কাজ শুরু হয়েছে। লক্ষ্যমাত্রা পুরণ না হওয়া পর্যন্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। ২৩ মে ধান ক্রয় কাজের উদ্বোধন করা হলেও গুদামে জায়গা না থাকায় ধান কেনা সম্ভব হয়নি। মণিরামপুরে চলতি মৌসুমে মণ প্রতি ১ হাজার ৪০ টাকা দরে ৮৬৩ মেট্রিক টন ধান কেনা হবে
Leave a Reply