নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের ডিসি মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আটকের সময় তাদের কাছ থেকে ৫৪২ পিস ইয়াবা, ২৭ গ্রাম হেরোইন, ৫০ গ্রাম গাঁজা ও ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা হয়েছে।
Leave a Reply