নিজস্ব প্রতিবেদক : ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের সহকারী যোগাযোগ প্রকৌশলী সিদ্দিকুর রহমান আখন্দ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নিজ বাসা সদরঘাট ফায়ার সার্ভিস অফিসার্স কোয়ার্টারে হৃদরোগে আক্রান্ত হন সিদ্দিকুর রহমান। সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ অপারেটর ফরিদউদ্দিন।
মৃত্যুকালে ফায়ার সার্ভিসের দক্ষ এ প্রকৌশলীর বয়স ছিল ৫৬ বছর। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও ফায়ার সার্ভিস সদর দপ্তরে শোকের ছায়া নেমে এসেছে।
সিদ্দিকুর রহমান আখন্দ সম্পর্কে জানতে চাইলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ অপারেটর ফরিদউদ্দিন বলেন, ‘সিদ্দিকুর রহমান আখন্দ অত্যন্ত সহজ সরল ও ধার্মিক লোক ছিলেন। তার সমমনা পদবীর কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলতে ভয় পেতাম। কিন্তু তিনি সবার সঙ্গে অনেক খোলামেলা ও বন্ধুসুলভ আচরণ করতেন। তাকে অসময়ে হারিয়ে আমরা ব্যথিত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’
শুক্রবার সকাল ৯টায় ৩৮-৪৬ কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস সদর দপ্তরে সিদ্দিকুর রহমান আখন্দের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক, পরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
সিদ্দিকুর রহমানের দ্বিতীয় জানাজার নামাজ তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলার কচুয়ার থানার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আখন্দ বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। শুক্রবার জুমার নামাজের পর তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
রাগদৈল আই এম উচ্চ বিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব মজিবুল হক আখন্দ সাহেবের বড় ছেলে সিদ্দিকুর রহমান আখন্দ। ওই স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাশ করে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা সম্পন্ন করেন তিনি। দেশের সেবায় নিয়োজিত এ প্রকৌশলীর অসময়ে জীবন প্রদীপ নিভে যাওয়ায় গ্রামের বাড়িতেও শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply