নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক সদস্য।
শুক্রবার রাতে ঠাকুর সীমান্তে পশ্চিম ছাতনাই ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত কামরুল ইসলাম সিরাজগঞ্জের কুলাউড়ার চর পাহাড়ি গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি ৫১ বডার গাড ব্যাটালিয়নের বালাপাড়া কোম্পানি কমান্ডারের আওতায় ঠাকুরগঞ্জ বিজিবি ক্যাম্পে নায়েক হিসেবে কর্মরত ছিলেন। আহত ইয়াসিনকে স্থানীয় হাসপাতালে ভতি করা হয়েছে।
৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, রাতে ঝড়-বৃষ্টির মধ্যে সীমান্তের ডাঙ্গাপাড়ায় নায়েক কামরুল ও সৈনিক ইয়াছিন টহল দিচ্ছিলেন। রাত ১০ টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু ও ইয়াছিন আহত হন। কামরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্য মামলা হয়েছে।
Leave a Reply