ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনটে রোববার সকালে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া খাতুন গোপালনগরের রানডিলা আতাউল্লাহ গ্রামের আবু হাসেমের স্ত্রী।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘরের ভেতর দরজা বন্ধ অবস্থায় রাবেয়া খাতুন গলায় ফাঁস দিয়ে ঝুলেছিল। দুপুর ১২টার দিকে রাবেয়ার দুই মেয়ে বাড়িতে ফিরে দরজা বন্ধ অবস্থায় মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করে। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর আড়ার সঙ্গে রাবেয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
সংবাদ পেয়ে দুপুরে রাবেয়া খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া রাবেয়ার মৃত্যুর কারণ জানানো সম্ভব না।
Leave a Reply