কিশোরগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-ময়মনসিংহ রুটে ১০ ঘন্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সন্ধ্যায় আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করে।
এর আগে কিশোরগঞ্জ রেল স্টেশনের কাছে হোম সিগন্যালে লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ফলে ট্রেন যোগাযোগ বন্ধ হয়।
রেলওয়ে স্টেশান মাস্টার রফিকুল ইসলাম জানান, রোববার সকালে ভৈরব থেকে ময়মনসিংহগামী ২৪১ লোকাল ট্রেনটি কিশোরগঞ্জ রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ঢাকা, ময়মনসিংহসহ সারাদেশের সঙ্গে কিশোরগঞ্জের ট্রেন চলাচল বন্ধ হয়। সন্ধ্যায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply