ক্রীড়া প্রতিবেদক :
বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে টন্টনে উইন্ডিজদের বিপক্ষে লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। দুই দলের সামনেই বাঁচা-মরার লড়াই। ম্যাচটি বিকেল ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এই ম্যাচ না জিতলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে যে কোনো দলই। তবে উইন্ডিজদের বিপক্ষে শেষ নয় ম্যাচের সাতটিতেই জিতেছে বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসের পাল্লা বাংলাদেশের দিকেই ভারী।
বিশ্বকাপে চার ম্যাচে ১ জয়, ২ হার ও ১ পরিত্যক্ত হওয়ায় ক্যারিবীয়দের সংগ্রহ ৩ পয়েন্ট। এতে চিন্তার ভাঁজ তাদের কপালে। সেমিফাইনালে যাওয়ার পথে নিশ্চিন্ত অবস্থানে নেই তাদের। এ অবস্থায় সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হচ্ছেন তারা।
টাইগারদের বিপক্ষে উইন্ডিজের একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।
Leave a Reply