লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় সোমবার দুপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুপুর ১২টার দিকে লুটিয়া খাজুর তলায় এ ঘটনা ঘটে।
আহত চন্ডি ঘোষের চাচাতো ভাই হারু ঘোষ বলেন, দুপুর ১২টার দিকে চন্ডি সোনালী ব্যাংক মহাজন বাজার শাখা থেকে টাকা তুলে বাড়িতে ফিরছিলো। পথে লুটিয়ার খাজুরতলায় পোঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে টাকা নিয়ে পালিয়ে যায়।
লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন বলেন, চন্ডিকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply