নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি
নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ইসি তার দায়িত্ব পালন করবে।
সোমবার নির্বাচন ভবনে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন ইসি সচিব মো. আলমগীর।
ইসি সচিব বলেন, সহিংসতার কারণে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর অন্য একটি উপজেলায় অনিয়মের প্রমাণ মেলায় স্থানীয় প্রশাসনকে বদলি করা হয়েছে।
মো. আলমগীর বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। কাজেই আশা করি ভোটার উপস্থিতি বাড়বে।
Leave a Reply