ক্রীড়া প্রতিবেদক :
ছবি: সংগৃহীত
জয়ের লক্ষ্যে শুরুটা দারুণ করেন দুই টাইগার ওপেনার। মাত্র ৭ ওভারেই তুলে নেন দলীয় ফিফটি। একদিকে তামিম ,অন্যদিকে সৌম্য। ভালোই এগুচ্ছিল বাংলাদেশ।
সৌম্যের বিদায়ে মাঠে আসেন সাকিব। আর তাতেই যেন আরো তেঁতে উঠেন তামিম। তামিম-সাকিবে মাত্র ১৩ ওভারেই দলীয় শতক তুলে নেন টাইগাররা।
এর আগে আন্দ্রে রাসেলের হঠাৎ উঠে যাওয়া এক বলে গেইলের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য। বুক বরাবর আসা বলে এ ছাড়া তার করাও তেমন কিছু ছিল না। যাবার আগে ২৩ বলে ২৯ রানের এক ঝকঝকে ইনিংস উপহার দিয়ে যান সৌম্য। তারপর
মাঠে নামেন সাকিব আল হাসান। সাকিব-তামিমে ভালোভাবে এগিয়ে যাচ্ছে টাইগারদের ইনিংস।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় যদিও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি টাইগাররা। এ আসরের ২৩ তম ম্যাচে প্রথম জয়ের লক্ষ্যে উন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে ৩২১ রান সংগ্রহ করে ক্যারিবীয় ব্যাটসম্যানরা। জয়ে ফিরতে বাংলাদেশের সামনে লক্ষ্য ৩২২ রানের।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ১০৮ রান।
টস জিতে উইন্ডিজকে ব্যাট করতে পাঠায় টাইগার দলপতি মাশরাফী বিন মোর্ত্তজা। হোপের ৯৬ ও লুইসের ৭০ রানে ভর করে ৩২১ রানের বড় সংগ্রহ পায়।
বাংলাদেশের হয়ে সাইফ ও মুস্তাফিজ নেন ৩টি করে উইকেট।
তামিম ৪৭ এবং সাকিব ২৪ রানে ব্যাট করছেন।
দুই দলই এক পরিবর্তন নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে। বাংলাদেশ দলে মোহাম্মদ মিথুনের জায়গায় সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস। উইন্ডিজ দলে কার্লোস ব্র্যাথওয়েটের স্থানে মাঠে নেমেছে ডোয়েন ব্রাভো। এই ম্যাচ না জিতলে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাবে যে কোনো দল।
Leave a Reply