নওগাঁও প্রতিবেদক :
নওগাঁর ধামইরহাটের একটি পাটক্ষেত থেকে মঙ্গলবার সকালে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল ৯টার দিকে ইসবপুর ইউপির পরানপুর-চকমহাদেবপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- জয়পুরহাটের জিতারপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও রিমন হোসেন।
ধামইরহাট থানা পুলিশের ওসি জাকিরুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলার ইসবপুরের পরানপুর-চকমহাদেবপুর গ্রামের আমজাদ হোসেনের পাটক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিয়াল তাদের মরদেহ কামড়ে নষ্ট করেছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাদের হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।
Leave a Reply