নিজস্ব প্রতিবেদক :
ডিআইজি মিজানের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। এরইমধ্যে তিন সদস্যের এ কমিটি ঘুষের অর্থের উৎস সম্পর্কে জানতে অনুসন্ধানও শুরু করেছে।
জানা গেছে, পুলিশের প্রশাসন ও পরিচালন বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
দলের অন্য সদস্যরা হলেন- পুলিশের অর্থ ও উন্নয়ন বিভাগের মহাপরিদর্শক শাহাবুদ্দিন কোরেশী এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর পুলিশ সুপার মিয়া মাসুদ হোসেন।
এই কমিটি প্রতিবেদন দেয়ার পর তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। তবে প্রতিবেদন জমা দেয়ার ক্ষেত্রে কমিটিকে কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
এর আগেও, ডিআইজি মিজানের নারী কেলেঙ্কারি তদন্তে গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্ব দেন মইনুর রহমান চৌধুরী। সেই কমিটির তদন্তে ডিআইজি মিজানের বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ মেলে।
Leave a Reply