নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো সাকিব-আল রাব্বি ও উপজেল নির্বাচন অফিসার শাহ আবুল কালাম আজাদ বলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৩টি কেন্দ্রের সবগুলোর প্রাপ্ত ফলাফলে নৌকা পেয়েছেন ২৩ হাজার ১৮২ ভোট। স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া মার্কা) প্রকৌশলী আহমেদ আলী শাহ পেয়েছেন ১৩হাজার ৮৩৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন (আনারস প্রতীকের) পেয়েছেন ৯ হাজার ৮৭২ ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিরিন আক্তার (সেলাই মেশিন মার্কা) এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলীম সরর্দার (টিউবয়েল মার্কা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সর্বমোট ১ লাখ ৩হাজার ভোটারের মধ্যে ভোট পড়েছে মোট ভোটারের ৪৮ শতাংশ।
Leave a Reply