ক্রীড়া প্রতিবেদক :
ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ধারাবাহিক পারফরমেন্সে ক্রিকেট বিশ্বের প্রশংসায় ভাসছেন তিনি। তবে পরবর্তী ম্যাচের আগে বর্তমান ধারাবাহিকতা বজায় রাখতে নিজেকে সতেজ রাখা আর আনন্দে থাকার প্রতিই বেশি গুরুত্ব দিতে চান এই টাইগার তারকা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘এই সময়টা ভালো যাচ্ছে। আমি শুধু নিশ্চিত করতে চাই যে, আমি সতেজ থাকি এবং আনন্দে থাকি।’
নিজেদের পরবর্তী ম্যাচগুলো নিয়ে তিনি বলেন, ‘ভালো করার ব্যাপারে আমি বদ্ধ পরিকর। আমি ভালো করতে চেয়েছি। আমি দলের জন্য অবদান রাখতে চেয়েছি। আরো চারটি খেলা আমাদের বাকি আছে। আর আমি আশাকরি সেখানেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবো।’
Leave a Reply