নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর মেরীগোল্ডপাড়া থেকে মঙ্গলবার সন্ধ্যায় জাল টাকা তৈরির মেশিনসহ এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় দুই লাখ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বুধবার সকাল ১১ টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে নওগাঁর এসপি মো. ইকবাল হোসেন সাংবাদিকদের কাছে অভিযানের বিস্তারিত তুলে ধরেন। এ সময় সদর থানার ওসি মো. সরোয়ার্দি হোসেন ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি মো. ইকবাল হোসেন বলেন, সদর থানার ওসি সোহরাওয়ার্দীর নেতৃত্বে এসআই নাজমুল জান্নাত শাহ, এসআই জালাল, এসআই আনাম, এএসআই মালেকের সঙ্গীয় ফোর্স শহরের পার নওগাঁ বৌ-বাজার এলাকায় অভিযানে নামে। এ সময় জাল নোটসহ শাহীনকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আটক শাহীনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে জাল টাকার নোট তৈরির মেশিন- কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার হয়।
এসপি আরো বলেন, শাহীনের বাড়ি থেকে ১০০ টাকার ৭৭ হাজার ১০০ টাকা ও ৫০০ টাকার এক লাখ ৪৭ হাজার টাকার জাল নোটসহ মোট দুই লাখ ৩২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
নওগাঁর এসপি ইকবাল বলেন, আটকের পর শাহীন জাল টাকা তৈরির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এ বিষয়ে নওগাঁ থানায় একটি মামলা করা হয়েছে।
Leave a Reply