নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো
দেশের প্রধান বাণিজ্যিক এলাকা রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় ট্রাফিক আইন না মানায় আদালত ৪টি মামলা ও সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভিাগের ডিসি মো. মাসুদুর রহমান।
তিনি জানান, রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ও আন্ডারপাস ব্যবহার, যানবাহনের স্বাভাবিক গতিতে চলাসহ ট্রাফিক শৃঙ্খলায় প্রতিনিয়ত নাগরিককে উদ্বুদ্ধ করে আসছে ডিএমপি। এসব কর্মসূচির মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হচ্ছে।
অভিযানে ডিএমপি’র উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply