ক্রীড়া ডেস্ক :
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয় বার্মিংহামে বাংলাদেশ সময় বুধবার বিকেল পাঁচটায়।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার জন্য এ ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। শুরুতে ব্যাট করায় জিততে হলে বড় স্কোর ছাড়া উপায় নেই তাদের সামনে। এ বিশ্বকাপের হিসেবে আগে ব্যাট করে ৩০০ রান পার হলেই মোটামুটি নিশ্চিত থাকতে পারে তারা। তবে সেই রানও করে ফেলতে পারে কিউইরা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে মূল ভরসা কুইন্টন ডী কক। টুর্নামেন্টের শুরু থেকেই পারফর্ম করে যাচ্ছেন তিনি। এছাড়া হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, ডুসেন প্রত্যেকেই বড় স্কোরের সক্ষমতা রাখেন।
বিপরীতে নিউজিল্যান্ডের আছে এ বিশ্বকাপের অন্যতম সেরা বোলিং লাইনআপ। ট্রেন্ট বোল্ট আক্রমণের নেতৃত্বে থাকলেও লকি ফার্গুসন ও ম্যাট হেনরি দুজনেই বিপদে ফেলতে পারেন দক্ষিণ আফ্রিকাকে।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
কুইন্টন ডি কক, হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেহলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, ইমরান তাহির লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন, রস টেইলর, জেমস নিশাম, টম ল্যাথাম, গ্রান্ডহোম, স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
Leave a Reply